চেহারা পুড়ে যাওয়ায় নিহতদের চিনতে পারছে না স্বজনরা

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-24 01:24:29

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয়জন নিহত হন। সবার মুখ ও শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। ফলে নিহতদের মরদেহ চিনতে পারছেন না তাদের স্বজনরা।

এদিকে, এ ঘটনায় গুরুতর আহত হয় আরও চারজন মাইক্রোবাস যাত্রী। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিজয়নগরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

শুক্রবার (৬ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভাটি কালিশিমা এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শাকিল (২৫), হারুন (৫০), সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

নিহত হারুনের ছেলে আমিন বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমার বাবাসহ মোট ১০ জন নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট রওনা হন। সকালে দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে আসি। কিন্তু নিহতদের মুখসহ অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় বাবাকে শনাক্ত করতে পারিনি।’

নিহত সাগরের খালাত ভাই মইনুল বার্তা২৪.কম-কে বলেন, ‘আগুনে পুড়ে সবগুলো মরদেহের অবস্থা একই রকম। যার কারণে কাউকেই চেনা যাচ্ছে না। সবাই মরদেহের পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা করছি।’

এ ব্যাপারে হাইওয়ে সহকারী পুলিশ সুপার সালমান ফরাজি জানান, সকলেরই নাম পরিচয় পাওয়া গেছে কিন্তু শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ার কারণে তাদের পরিবারের লোকজন চিনতে পারছে না। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ স্যাম্পল কালেকশান করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাস ও মাইক্রোবাস আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক থাকার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।’

এই দুর্ঘটনার কারণে ও হতাহতের ঘটনায় পৃথক পৃথক মামলা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নারায়ণগঞ্জ জেলা থেকে সিলেট মাজার জিয়ারতে যাওয়ার সময় পথে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত ও আরও চার যাত্রী গুরুতর আহত হন।

এ সম্পর্কিত আরও খবর