এক কেজি স্বর্ণ ফেলে পালাল চোরকারবারীরা

ফেনী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2023-08-29 21:45:06

ভারতীয় সীমান্তবর্তী ফেনীর পরশুরামের বাউর পাথর বিজিবির উপস্থিতি টের পেয়ে এক কেজি সমপরিমাণের ৯টি স্বর্ণের বার ফেলে পালিয়েছে চোরাকারবারীরা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেঃ কর্ণেল কামরুজ্জামান স্বর্ণ জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (০৬ মার্চ) সকাল ৯ টার দিকে পরশুরাম বিওপি’র নাঃ সুবেঃ মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে বাউর পাথর এলাকার বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পিলার-২১৬২/৮ থেকে বাংলাদেশের ২০ গজ ভেতরে ৯টি স্বর্ণের বার (৯৬৬.৪৮ গ্রাম) ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৬ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর