ফাগুনের বৃষ্টিতে মেহেরপুরে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-30 07:37:33

ভোর থেকেই মেহেরপুর অঞ্চলে আবারও ফাগুনের বৃষ্টি হানা দিয়েছে। এতে মাঠভারা রবি ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ সময়ের বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এখন মাঠভরা গম, মসুর, সরিষা, ভুট্টা ও শীতকালীন নানান শাক সবজি আছে। আর কিছুদিন পর থেকেই এসব ফসল সংগ্রহ শুরু হবে। কিন্তু ফাগুনের বৃষ্টিতে ফসলের লাভের চেয়ে অনেক বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে ৪ মার্চ রাতে ঝড় ও শিলাবৃষ্টিতে মেহেরপুর জেলার কিছু অংশে কলা, ভুট্টা ও গমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আলমপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘বৃষ্টিপাতের ফলে মসুর গাছে সাদা সাদা দাগ পড়েছে। গাছের বিভিন্ন অংশে সাদা গুঁড়া জমেছে যা ফলন বিপর্যয় ঘটাবে।’

একই গ্রামের গম চাষি আসাদুল ইসলাম বলেন, ‘ঝড় ও বৃষ্টিতে বেশিরভাগ ক্ষেতের গম মাটির সঙ্গে নুইয়ে পড়েছে। কিছু কিছু ক্ষেতে গমের দানা বসেছে। যে ক্ষেতগুলোতে এখনো দানা হয়নি সেখানে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে আছে

এদিকে, গম ভুট্টার পাশাপাশি পেঁয়াজ ও রসুনের ক্ষতি হচ্ছে বলে জানান পূর্বমালসাদহ গ্রামের শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বৃষ্টিতে পেঁয়াজের অনেক ক্ষেতে পানি জমেছে। এতে ক্ষেতেই পেঁয়াজ পচে যাচ্ছে।’

গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহমেদ বার্তা২৪.কম-কে বলেন, ‘এ সময় বৃষ্টিপাত হলে রবি ফসলের ক্ষয়ক্ষতি এড়ানো যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করে ফসল ভালো রাখার সুযোগ রয়েছে। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর