স্কুল ছাত্রী হত্যার বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-30 07:36:06

ঠাকুরগাঁওয়ে ১০ম শ্রেণির স্কুল ছাত্রী শ্রাবণী রাণী রায়ের হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। ‘হত্যাকারীর কঠোর শাস্তি চাই’ সহপাঠীদের এমনি স্লোগানে উত্তাল ঠাকুরগাঁয়ের রাজপথ।

শনিবার (৭ মার্চ) সকালে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নিহত স্কুলছাত্রীর সহপাঠী ও শিক্ষকদের আয়োজনে একটি মিছিল বের করা হয়। শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয় তারা। পরে এক মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ, সহকারি শিক্ষিকা প্রীতি গাঙ্গুলীসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা।

এ সময় বক্তরা স্কুল ছাত্রী শ্রাবণী রায়ের হত্যাকারীর দ্রুত কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বুধবার ৪ মার্চ রাতে স্বামীর ধারালো ছুরির কোপে নিহত হয় স্কুল ছাত্রী শ্রাবনী রাণী। পরে রাতে নিহতের বাবা বাদী হয়ে সোহাগ বর্মণের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে সোহাগ বর্মণকে আটক করেন পুলিশ।

 

এ সম্পর্কিত আরও খবর