বালিয়াকান্দিতে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

রাজবাড়ী, দেশের খবর

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-30 12:57:09

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক উল্টে এনায়েত (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টায় বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের টিএনটি সংলগ্ন আমতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত সাতক্ষীরা জেলার তালহা উপজেলার জেটুয়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- জুলফিকার (২৫), বিমল দাস (৬০), সম্পদ (৪৫), কালু দাস (৪২), বজ দাস (৩৫), প্রদীপ দাস (৩০), জিয়ারুল ইসলাম (৩৫), রিচাত (৫৩), বুলবুল (২৫), প্রবীর দাস (৪৪) ও বাহারুল (২৫)। এরা সবাই সাতক্ষীরা জেলার তালহা উপজেলার জেটুয়া ও ভাইয়া গ্রামের বাসিন্দা।

তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা, সদর ইউপি চেয়ারম্যান নায়েব আলী।

ট্রাক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীরা

আহত জিয়াউল বার্তা২৪.কমকে বলেন, আজ সকালে আমরা ১০ জন পেঁয়াজ কেনার জন্য বালিয়াকান্দির সমাধিনগর বাজারে আসি। সারাদিন পেঁয়াজ কিনে রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়া হলে আমতলা বাজার পার হয়ে ট্রাকটি উল্টে যায়। রাস্তাটি ভীষণ খারাপ ছিল। রাস্তার মাঝে বড় বড় গর্ত ছিল। যা ট্রাক চালক বুঝতে পারেনি।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শংকর বিশ্বাস বার্তা২৪.কমকে বলেন, খবরটি পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ট্রাকের নিচে থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর