মহাত্মা গান্ধী শান্তি পদক পেলেন শ্রীপুরের মেয়র আনিছুর রহমান

গাজীপুর, দেশের খবর

আলফাজ সরকার আকাশ, বার্তা২৪.কম, শ্রীপুর (গাজীপুর) | 2023-08-27 01:54:04

মহাত্মা গান্ধী শান্তি পদক-২০২০ পেয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান।

শনিবার (৭ মার্চ) দুপুরে ভারতের ২৪পরগনার বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক এ পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়- সমাজসেবক, জনবান্ধব সেবা প্রদান ও মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড এর শান্তি পদকের জন্য মনোনীত হন তিনি । এর আগে সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরামের সুপারিশক্রমে তাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছিল। বাংলাদেশ মেয়র এ্যাসোসিয়েশনের মধ্যে তিনিই একমাত্র মেয়র হিসেবে এ অ্যাওয়ার্ড পেয়েছেন বলে জানিয়েছেন।

ছবিঃ বার্তা২৪.কম

এর আগে, ৪ মার্চ ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে যোগ দিতে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি। কম্পিউটার এডুকেশন সামিট ও দুই বাংলার সাংস্কৃতিক উৎসব শেষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি । এ জন্য পৌরবাসীর আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তিনি।

মেয়র আনিছুর রহমান জানান, জনবান্ধব সমাজ সেবা প্রদান ও নাগরিকদের কল্যাণে বিশেষ অবদান রাখায় তাকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এটা বাংলাদেশ মেয়র এ্যাসোসিয়েশন তথা সকল জনপ্রতিনিধিদের জন্য অত্যন্ত গৌরবের। এ জন্য তিনি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর