ময়মনসিংহ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস এসোসিয়েশনের আত্মপ্রকাশ

ময়মনসিংহ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-27 16:35:31

আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব) এর আদলে ময়মনসিংহে গঠিত হলো ‘ময়মনসিংহ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস এসোসিয়েশন’ (এমআরডিএ)।

শনিবার (৭ মার্চ) রাতে নগরের জিলা স্কুল মোড়স্থ ফেরদৌস টাওয়ারে অনুষ্ঠিত এক সভায় এমআরডিএ’র ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে মো. শফিক উল্লাহকে সভাপতি ও ফেরদৌস আহমেদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মোস্তাফিজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মনির, অর্থ সম্পাদক মনসুরুল আলম চন্দন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুদ্দোহা মাসুম, দপ্তর সম্পাদক: ফজলুর রহমান এবং সদস্য ফরহাদ হাসান খান, শাহ আলম ও আবু রায়হান রাজু।

প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুদ্দোহা মাসুম জানান, ময়মনসিংহে ‘জমির যৌথ মালিকানার নামে অবৈধভাবে ভবন নির্মাণ, কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি এবং সব ধরনের প্রতারণা রোধের পাশাপাশি গ্রাহক ও ডেভলপার কোম্পানির স্বার্থ সংরক্ষণসহ নিয়মতান্ত্রিকভাবে ডেভলপার সেক্টর পরিচালনার লক্ষ্যে সংগঠনটি করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর