কুমিল্লার দাউদকান্দিতে মাছ ধরার সময় জেলেদের জালে ১০ ফুট লম্বা ২০ কেজি ওজনের দুর্লভ একটি গুইসাপ আটকে যায়। পরে গুইসাপটি অবমুক্ত করা হয়।
সোমবার (৯ মার্চ) গুইসাপটি অবমুক্ত করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকত।
মতিন সৈকত জানান, উপজেলার আদমপুরে রোববার রাতে আপুসি মৎস্য প্রকল্পে মাছ ধরার সময় জেলেদের জালে গুইসাপটি আটকে যায়। পরে জেলেরা এটিকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসেন। এরপর সোমবার এলাকার শতাধিক লোকের উপস্থিতিতে নিরাপদ অঞ্চলে গুইসাপটি অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, পাখি ও বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। আমাদের প্রয়োজনেই জীব-বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। এ কাজে শিশু, কিশোর ও তরুণদেরকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে হবে।