চাঁদপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মো. জিল্লুর রহমান জুয়েল ও বিএনপি’র মো. শফিকুর রহমান ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, কাউন্সিলর পদে ৫০জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৯ মার্চ ইভিএম এর মাধ্যমে ৫২ ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৪৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ১৪৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ৫৮ হাজার ৩৪৩ জন।