গাজীপুরে পাঁচ ইটভাটাকে জরিমানা

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-30 07:07:37

গাজীপুরে অনুমোদনবিহীন পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলো এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিনব্যাপী গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পাইনশাইল এলাকায় পরিবেশ অধিদফতরের সহযোগীতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন।

এ সময় কাঁচারস ব্রিকস, ৭৭৫ ব্রিকস, মোল্লা ব্রিকস, মোল্লা ব্রিকস এন্ড কোং ও ডগরী ব্রিকসকে যথাক্রমে ২ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মমিন ভূঁইয়া, শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার এবং র‌্যাব, আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর