যশোরে ৪ টাকার মাস্ক ২৫ টাকা

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-29 02:37:04

করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত বিষয়। এ নিয়ে চরম আতঙ্কে সাধারণ মানুষ। আর এই ভাইরাসের আতঙ্কে যশোরে মাস্কের সংকট সৃষ্টি হয়েছে। বেড়ে গেছে বিক্রিও। হঠাৎ এই বাড়তি চাহিদার কারণে কমেছে সরবরাহ। আর এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান ও ফার্মেসিগুলো।

সোমবার (৯ মার্চ) যশোর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ৪ টাকার মাস্ক ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ভালো মানের ২৫-৩০ টাকার মাস্ক এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শহরের এমএম আলী রোডের বিসমিল্লাহ ফার্মেসির কর্মচারীরা জানান, ঢাকা থেকে মাস্ক পাওয়া যাচ্ছে না। আর দামও বেড়েছে। মাস্কের দাম বেশি হওয়ায় ক্রেতাদের নানা প্রশ্নের শিকার হতে হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, মাস্কের দাম বাড়ার বিষয়টি তদারকি করা হবে। যদি কেউ মাস্কের দাম বেশি রাখে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর