অনুমোদনহীন ওষুধ ও ডাক্তারি স্যাম্পল বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও নবায়ন না করার দায়ে গাইবান্ধার সাদুল্লাপুর শহরের ৪টি ফার্মাসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবী নেওয়াজ এ অভিযান পরিচালনা করেন।
গাইবান্ধা জেলা ওষুধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য জানান।
তিনি বলেন, নগরীর যেসব ফার্মেসির ড্রাগ লাইসেন্স নেই বা নবায়ন করেনি এবং নিষিদ্ধ ওষুধ বিক্রি করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে সাদুল্লাপুর শহরের আজিজুল মেডিকেল স্টোরের মালিক আতাউর রহমান জুয়েলকে ১০ হাজার টাকা, জেসমিন ফার্মেসির মোস্তাফিজার রহমান রঞ্জু মিয়াকে ২ হাজার টাকা, উষা মেডিসিন কর্নারের কুন্তল কান্তি দাসকে ৩ হাজার টাকা ও মা মেডিসিন স্টোরের ফেরদৌস বারিকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।