হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রফতানি বন্ধ রাখে ব্যবসায়ীরা। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষে আগরতলার ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি করবে না বলে ব্যবসায়ীদের জানান। তাই মঙ্গলবার সকাল থেকে এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।