জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে গৌরীপুর পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১০টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মইলাকান্দা ও সহনাটি ইউনিয়ন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, ‘আমাদের দেশের গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাওয়া খেলাগুলোর মধ্যে কাবাডি অন্যতম। তাই পরবর্তী প্রজন্মের কাছে এ খেলাকে পরিচিত ও তুলে ধরতে আমাদের এই প্রতিযোগিতার আয়োজন। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’