‘শিক্ষায় পিছিয়ে পড়াদের জন্য বাংলাদেশ অনুকরণীয়’

গাইবান্ধা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-30 06:44:06

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে গত ১১ বছরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আজ একটি অনুকরণীয়। যেসব উন্নয়নশীল দেশ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে, তারা আজ বাংলাদেশ থেকে জানতে চায় কীভাবে তারা এগিয়ে যাবে। শিক্ষার আলোয় বাংলাদেশ এখন আলোকিত হয়ে উঠেছে।

মঙ্গলবার (১০ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহাবুব আরা গিনি বলেন, এক সময়ে প্রাথমিক স্তরই শিক্ষার্থীর ঝরে পড়তো। সেটি এখন বন্ধ হয়েছে। এটির অবদান একমাত্র শেখ হাসিনা সরকারের। এখন উচ্চ শিক্ষারও হার বেড়েছে।

তিনি বলেন, সার্টিফিকেট সর্বস্ব শিক্ষায় বেকারত্ব বাড়ে। দক্ষতা না থাকলে বড় সার্টিফিকেট অর্থহীন। এজন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণে উৎসাহিত করছে। আইসিটি শিক্ষার কার্যক্রম সহজতর করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে দেশের শিক্ষাব্যবস্থারও আমূল পরিবর্তন সাধিত হয়েছে, এটা শেখ হাসিনার জন্যই হয়েছে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রসূন কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত জাহান নিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর