করোনা নিয়ে বালিয়াকান্দি ইউএনও’র সতর্কবার্তা

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-26 17:53:50

ফেসবুকে করোনা নিয়ে একটি জনসচেতনতামূলক বার্তা পোস্ট করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়ে তিনি লিখেন- প্রিয় বালিয়াকান্দিবাসী, সম্প্রতি বিদেশফেরত ব্যক্তির বিষয়ে অবগত থাকলে উপজেলা প্রশাসন বা উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন।

বিদেশফেরত ব্যক্তিগণকে আবশ্যিকভাবে অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইন-এ থাকতে হবে বিদেশ ফেরত ব্যাক্তিগণের সংস্পর্শে থাকা পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টাইন- এ থাকতে হবে।

বিদেশফেরত হলেই ফোন দিন। করোনাভাইরাস এর বিষয়ে সতর্ক থাকুন, সুস্থ থাকুন। মোবাইল ০১৭৩৩৩৩৬৪০৭ (ইউএনও)।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ২ মার্চ ইতালি থেকে আসা বাবা ও ছেলেকে সোমবার রাত থেকে ১৪ দিনের জন্য নিজ বাড়িতে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যেহেতু বালিয়াকান্দিতে বিদেশ থেকে মানুষ দেশে আসছে। সেহেতু আমরা একটু সজাগ থাকার চেষ্টা করছি। তাই জনসচেতনতামূলক ভাবে এই পোস্টটি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর