মিরসরাইয়ের বিশিষ্ট আলেম, সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল হক (৯৮) ছোট হুজুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটায় তিনি ইন্তেকাল করেন। মাওলানা ছেরাজুল হক সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা, পীরে কামেল মাওলানা আউয়াল শাহ হুজুরের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টায় সুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাওলানা ছেরাজুল হকের জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর সঞ্চালনায় জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম-সচিব ও সুফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের, কুমিল্লা দরবার শরিফের পীরজাদা শাহ মাহমুদ, আবু তোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম, শান্তিরহাট মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকরামুল হক নিজামী, সুফিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল হক সিরাজী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার প্রভাষক শহিদুল ইসলাম, সুফিয়া মাদরাসার প্রভাষক মাওলানা নেছারুল হক নুরী, কুমিল্লা ধামতি আলিয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা জমিলুর রহমান, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী জাহাঙ্গীর, সুফিয়া মাদরসার প্রাক্তন শিক্ষক হারিচ আহম্মদ নিজামী, মরহুমের ছোট ছেলে আতাউল হক সিরাজী প্রমুখ।
এ ছাড়া জানাজায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. রবিউল হোসেন, কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুচ্ছালাম ও মিরসরাই থানা আমির নুরুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।