এমপি নাজিমের উদ্যোগে থেমে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-27 01:51:56

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুরে কলতাপাড়া বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত ভাস্কর্যের নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে।

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের উদ্যোগে ইতোমধ্যে অসমাপ্ত ভাস্কর্যের নির্মাণ কাজ সম্পন্নের কাজ শুরু হয়েছে।

এর আগে গত ৭ মার্চ বার্তা২৪.কম-এ থেমে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ সম্পন্নের দাবি শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এরপরই বঙ্গবন্ধুর ভাস্কর্যের থেমে থাকা কাজ সম্পন্নের প্রক্রিয়া শুরু হয়।

বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদের (এমপি) ছেলে তানজীর আহমেদ রাজীব মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবার উদ্যোগে সরকারের টিআর ও কাবিখা প্রকল্প থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ সমাপ্তের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। ১৭ মার্চ মুজিববর্ষের মাহেন্দ্রক্ষণের পূর্বেই কাজ সম্পন্ন হবে। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভাস্কর্যটি উদ্বোধন করেন এ বিষয়েও উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার বিকেলে কলতাপাড়া বাজারে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্যটির চারপাশে বিশেষ মাচা স্থাপন করা হয়েছে। একদল শ্রমিক ভাস্কর্যটি ধুয়ে মুছে পরিষ্কার করছেন।

চিত্রশিল্পী আফজাল হোসেন বাহাদুর বলেন, সাদা পাথরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটিতে ধুলো-বালির আস্তর পড়েছে। কয়েকদিন ধরে শ্রমিকরা সেগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করছে। এরপর ভাস্কর্যটিতে রঙ-তুলির আঁচড়ে সৌন্দর্যবর্ধন করা হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই ভাস্কর্যটির অসম্পন্ন কাজ সম্পন্ন করা হবে।  

প্রসঙ্গত, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য (এমপি) ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির ২০১৫ সালে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার কলতাপাড়া বাজারে ৫৩ ফুট উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু ভাস্কর্য নির্মাণের শেষের দিকে ২০১৬ সালের ২ মে মজিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সরকারি কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে না আসায় আটকে যায় বৃহৎ এই ভাস্কর্যের নির্মাণ কাজ।

এ সম্পর্কিত আরও খবর