ভারতে দু’বছর কারাভোগের পর দেশে ফিরলেন নুরুজ্জামান

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-30 06:49:45

দুই বছর ভারতীয় কারাগারে সাজা ভোগ শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরলেন নুরুজ্জামান মিয়া (৩৩) নামে এক বাংলাদেশি।

বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশনের পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার এ তথ্য নিশ্চিত করেন। আর আগে দুপুর দেড়টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

নুরুজ্জামান মিয়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের মফুর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্তের কাঁটাতারের পাশেই গো-খাদ্যের জন্য গেলে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে নিয়ে যায়। পরে ভারতীয় পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করে। দুই বছর কারাভোগের শেষে ভারতীয় পুলিশ বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে নুরুজ্জামানকে হস্তান্তর করে। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশনের কর্মকর্তা উপ পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কম-কে বলেন, নুরুজ্জামানের পরিবার এলেই তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও খবর