পটুয়াখালীতে ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় মাইক্রোর দুইজন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ৭ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাউফল দাসপাড়া এলাকার বাসিন্দা কাশেম সিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন তালুকদার ছেলে মো. কুট্টি তালুকদার (৪২)।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া ৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বার্তা২৪.কমকে বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল থেকে পটুয়াখালী আসার পথে (ঢাকা মেট্রো-গ ১৯-০৯২০) নম্বরের মাইক্রোবাসটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক।