শার্শায় সেবা ক্লিনিকের ভুয়া চিকিৎসকের জরিমানা

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-26 02:47:35

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারের সেবা ক্লিনিকে অভিযান চালিয়ে ডা. এস এম মাহফুজ হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টায় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

সহকারী ভূমি কমিশনার খোরশেদ আলম চৌধুরী জানান, উপজেলার কয়েকটি ক্লিনিকে ভুয়া চিকিৎসকরা রোগীদের ঠকিয়ে আসছেন। খবর পেয়ে নাভারন বাজারের সেবা ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, সেবা ক্লিনিকের ডা. এস এম মাহফুজ হোসেন ভারতের সুরবালা নামের মেডিকেল কলেজ থেকে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্স করেছেন বলে দাবি করলেও কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি। মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী একজন চিকিৎসক নিবন্ধন ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারবেন না। অথচ তিনি নিবন্ধন ছাড়াই মেডিসিন, হৃদরোগ, নবজাতক ও শিশু-কিশোর রোগ অভিজ্ঞ হিসেবে চিকিৎসা দিতেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি নিবন্ধনের আগে আর চিকিৎসা সংক্রান্ত কোনো কার্যক্রম চালাবেন না বলে অঙ্গীকার নামা দেন।

এ সম্পর্কিত আরও খবর