ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ভেতরে রাখা একটি বাক্সে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। শুক্রবার (১৩ মার্চ) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটিতে সর্বশেষ গন্তব্য আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে থামে। যাত্রীরা ট্রেন থেকে নামার পর পরিচ্ছন্নকর্মীরা ট্রেনের ‘ঘ’ বগির ভেতরে একটি বাক্স দেখতে পান। বাক্সটি খুলে এর ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান তারা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে কোন এক জায়গায় যুবকটিকে হত্যার পর বাক্সবন্দি করে লাশটি ট্রেনে উঠিয়ে দিয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।