রাজবাড়ীতে মাকে মারধর: ছেলে-পুত্রবধূ গ্রেফতার

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-22 13:28:02

রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে জমি লিখে না দেয়ায় আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলে রইচ উদ্দিন (৪০) ও তার স্ত্রী অঞ্জনা বেগমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) সকাল ৬টার দিকে রাজধরপুরে নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বার্তা২৪.কমকে জানান, জমি লিখে না দেয়ায় বৃদ্ধ মাকে মারধর করার ঘটনায় একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ওই বৃদ্ধার ছেলে ও ছেলের স্ত্রীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হবে। ওই মারধরের ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জমি লিখে না দেয়ায় ৪ মার্চ রাতে মাকে মারধর করে ছোট ছেলে রইচ, রইচের স্ত্রী, রইচের ছেলে। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনায় ওই বৃদ্ধার বড় ছেলে নাসির মিয়া বাদী হয়ে ৫ মার্চ বালিয়াকান্দি থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আছিয়া বেগমের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্বামী মারা গেছেন ২ বছর আগে।

আরও পড়ুন: জমি লিখে না দেওয়ায় সন্তানের মারধরে মা হাসপাতালে

এ সম্পর্কিত আরও খবর