টাঙ্গাইলে শিশুতোষ আলোকচিত্র উৎসব ‘বায়োস্কাপ’

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 07:10:36

‘ছোটদের তোলা ছোটদের ছবি’ স্লোগানে টাঙ্গাইলে ৪র্থ বারের মতো আয়োজন করা হয়েছে আলোকচিত্র উৎসব বায়োস্কোপ।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে টাঙ্গাইলে শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এই আলোকচিত্র উৎসবের আয়োজন করে।

শিশুদের তোলা ৪০টি ছবি ও মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩০টি ছবি দিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন শিশুদের তোলা ছবি দেখতে আসছে। আলোকচিত্র উৎসব সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার টাঙ্গাইলের শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম।

‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বার্তা২৪.কমকে বলেন, ‘ছোটদের তোলা ছোটদের ছবি’ এই স্লোগানে ৪র্থ বারের মতো বায়োস্কোপ অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের ৪০জন ক্ষুদে আলোকচিত্র ও মুজিব শতবর্ষ উপলক্ষে ৩০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিবছর নিজ উদ্যোগে এই আয়োজন করা হয়। সরকারি সহযোগিতা পেলে আরও বড় আকারে করতে পারতাম।

এ সম্পর্কিত আরও খবর