জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৪ মার্চ) সকালে পাঁচবিবির আটাপাড়া, দাউদপুর সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৫২৭ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটাপাড়া বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, একদল চোরাকারবারি আটাপাড়া, দাউদপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক ব্যবসা করে আসছিলেন। কয়েকজন চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল,গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
এমন খবরে ওই সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা মাদক চোরাকারবারিদের ধাওয়া করলে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। সেখান থেকেই ১ হাজার ৫২৭ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।