ইতালি ফেরত ৫৯ জনকে রাখা হবে গাজীপুর ম্যাটসে

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২.কম, গাজীপুর | 2023-08-31 12:35:23

ইতালি থেকে বিকেলে আসা ৫৯ জনকে গাজীপুরের পূবাইলে মেডিকেল এ্যাসিটেন্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) রাতেই আনা হচ্ছে। তাদের চিকিৎসা দিতে ইতোমধ্যে হাসপাতালটি প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাত সোয়া ১১টায় বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হক ভূইয়া।

তিনি বলেন, দুটি বাসে করে ৫৯ জনকে আনা হচ্ছে। গাড়ি কাছাকাছি চলে এসেছে। রাত ১২টার মধ্যেই গাড়ি এসে পৌঁছবে। পূবাইল থানা পুলিশ সর্বক্ষণ রোগীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

পূবাইল বাজারে অবস্থিত মেডিকেল এ্যাসিটেন্ট ট্রেনিং স্কুল। এটির অবকাঠামোগত কাজ শেষ হলেও কার্যক্রম শুরু হয়নি। তাই ইতালি ফেরত ৫৯ জনই এই হাসপাতালের প্রথম রোগী। এখানে হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখানে ৫৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। করোনার লক্ষণ পাওয়া না গেলে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।

 

এ সম্পর্কিত আরও খবর