বরগুনায় অস্ত্র মামলায় সজিব খান (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অস্ত্র আইনের অন্য একটি ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। সজিব খান বেতাগী উপজেলার উত্তর করুনা এলাকার শাহাজান হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ৩ জানুয়ারি বরগুনা বেতাগী উপজেলার কাজিরহাট বাজারে নান্নু নামের একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে নাইন এমএম পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বরগুনা টাউন হল বঙ্গবন্ধু বাস স্টেশন এলাকা থেকে আফাং এর বাসা থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এরপরে ২০১৪ সালে ২০ মে সজিব খানকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র গঠন করা হয়। রাষ্ট্র ও আসামির পক্ষের সাক্ষী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সজিব খানকে যাবজ্জীবন কারাদণ্ড সাথে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ রায় ঘোষণার সময় আসামি সজিব খান আদালতে উপস্থিতি ছিলেন।