করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের ভিসা বন্ধ করেছে ভারত। তবে ভিসা বন্ধ হলেও দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি সচল রয়েছে।
রোববার (১৫ মার্চ) কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, দুই দেশের মধ্যে পুরোদমেই আমদানি-রফতানির কাজ চলছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমিল্লার বিবিরবাজার সীমান্ত এলাকায় সারিবদ্ধ ট্রাক বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে সারিবদ্ধ ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। স্থলবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খুব সহজেই ভারত-বাংলাদেশে এসব ট্রাক প্রবেশ করছে।
বেশ কয়েকজন ট্রাক চালক বলেন, ‘আমরা প্রতিদিনের মতোই পণ্য আমদানি-রফতানির কাজ করছি। ভিসা বন্ধের কারণে ভারতে মানুষের প্রবেশ নিষিদ্ধ হলেও আমাদের মালামাল আনা-নেয়ায় কোনো সমস্যা হচ্ছে না। বরং আগের চেয়ে এখন কাজে গতি আরও বেড়েছে।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিবিরবাজার স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা সুভাষ চন্দ্র মজুমদার।
তিনি জানান, এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি সচল রয়েছে। করোনাভাইরাসের প্রভাব বিস্তাররোধে ভারতীয় ভিসা বন্ধ করলেও আমদানি-রফতানির ক্ষেত্রে তা শিথিলযোগ্য।
তিনি আরও জানান, ভিসা বন্ধ করা হলেও যেসব বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন তাদের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই। আর করোনাভাইরাসের বিস্তাররোধে তারা সচেতন রয়েছেন।