সুন্দরগঞ্জে মুজিব বর্ষে উপহার ‘কৃষকের ছাউনি’

গাইবান্ধা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-30 06:44:02

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ফুটিয়ে মুজিব বর্ষে কৃষকরা উপহার পেলেন ‘কৃষকের ছাউনি’। ফসলের মাঠে কাজ করে বিশ্রাম ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে থাকার জন্য এ ছাউনি উপহার দেওয়া হয় তাদের।

রোববার (১৫ মার্চ) উপজেলার সোনরায় ইউনিয়নের শিবরাম এলাকায় ছাউনিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ মুন্না, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনজুরুল হক রাজীব, ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ প্রমুখ।

কৃষকের ছাউনি উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ মুন্না বলেন, ‘প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। এর সিংহভাগ কৃষক। মাঠে কাজ করার সময় হঠাৎ ঝড় বৃষ্টিতে তাদের আশপাশে কোনো আশ্রয় না থাকায় বজ্রাঘাতে আক্রান্ত হয়। এছাড়া তাদের তীব্র গরমে কিছু সময় জিরানোর মতো সুযোগ অনেক মাঠে থাকে না। বিষয়টি মাথায় নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রথম কৃষকের ছাউনি স্থাপন করা হয়। এ ধরনের আরও ৪৯টি ছাউনি স্থাপন করা হবে’

তিনি আরও বলেন, ‘ছাউনিগুলো তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব। একই সঙ্গে অবহমান বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এই ছাউনিতে।’

এ সম্পর্কিত আরও খবর