যাত্রী সংকটে ৭ দিন সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট বাতিল

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-31 14:21:47

যাত্রী কমে যাওয়ায় সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী সাত দিনের ফ্লাইট বাতিল করেছে। চলতি মাসের ২৮ মার্চ পর্যন্ত সপ্তাহে তিন দিন করে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিস্ট্রিক্ট ম্যানেজার হারুন-অর-রশিদ বার্তা২৪.কমকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৬ মার্চ) সহ এই মাসের ২৮ মার্চ পর্যন্ত প্রতি রবি, বুধ ও শুক্রবারের ফ্লাইট বাতিল করা হয়েছে।

করোনাভাইরাস আতঙ্কে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা জানতে চাইলে হারুন-অর-রশিদ বলেন, সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদিন একটি করে ফ্লাইট ছিল। কিন্তু ইদানীং যাত্রী কমে যাওয়ায় এ মাসে সাত দিনের ফ্লাইট বাতির করা হয়েছে।

অন্যদিকে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বার্তা২৪.কমকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা বন্ধ হলেও সৈয়দপুর-ঢাকা রুটে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের সবকটি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে।

ওই বিমান সংস্থা দুটি সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করছে।

এ সম্পর্কিত আরও খবর