মেহেরপুরে নারকেল গাছের পাতায় মাইটস ও মিলিবাগ আক্রমণ দেখা দিয়েছে। এতে পাতায় সাদা আবরণ পড়েছে। কোনো কোনো পাতায় কালো রঙ হচ্ছে।
তবে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা থেকে নারকেল গাছের পাতায় সাদা দাগ নিয়ে এক প্রকার অপপ্রচার শুরু হয়। নারকেল গাছের সাদা দাগকে অলৌকিক কিছু বা করোনা ভাইরাসের কারণে এমটি হচ্ছে বলে গুজব ছড়ানো হয়।
নারকেল গাছের এ রোগ নতুন কিছু নয় উল্লেখ করে গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহবুদ্দিন আহমেদ জানান, নারকেল গাছে মাইটস ও মিলিবাগ আক্রমণের কারণে পাতায় সাদা ও কালো দাগ দেখা দেয়। ছত্রাক ও মাইটস-নাশক সাধারণ কোনো কীটনাশক দিলেই এটি দূর করা সম্ভব।
নারকেল পাতার এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত স্প্রে করতে গাছ মালিকদের পরামর্শ দিয়েছেন তিনি।