জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলার আকাশে বিমান দিয়ে ‘১০০’ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ফলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ-বাতাস ।
মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আকাশে একশ লিখে উড়ে বঙ্গবন্ধুর সমাধিতে একশত সালাম প্রদর্শন করে বিমানগুলো।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমান বাহিনী এ উড্ডয়ন শৈলী প্রদর্শন করে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর কে-৮ ডব্লিউ (K-8W) ও পিটি-৬ (PT-6) বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে ফর্মেশন ফ্লাইং-এর মাধ্যমে যোগ হয় নতুন মাত্রা।
বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শনী দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এ দৃশ্য দেখার পাশাপাশি উল্লাসিত হয়ে নিজেদের মোবাইল ফোনে ছবি তুলে অনেকেই ।