আকাশে ১০০ এঁকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাল বিমান বাহিনী

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-30 07:23:04

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলার আকাশে বিমান দিয়ে ‘১০০’ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ফলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ-বাতাস ।

মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আকাশে একশ লিখে উড়ে বঙ্গবন্ধুর সমাধিতে একশত সালাম প্রদর্শন করে বিমানগুলো।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শন

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমান বাহিনী এ উড্ডয়ন শৈলী প্রদর্শন করে। এতে বাংলাদেশ বিমান বাহিনীর কে-৮ ডব্লিউ (K-8W) ও পিটি-৬ (PT-6) বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে ফর্মেশন ফ্লাইং-এর মাধ্যমে যোগ হয় নতুন মাত্রা।

বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শনী দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এ দৃশ্য দেখার পাশাপাশি উল্লাসিত হয়ে নিজেদের মোবাইল ফোনে ছবি তুলে অনেকেই ।

 

এ সম্পর্কিত আরও খবর