গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাস নিয়ে ফেসবুক স্ট্যাটাসে অপপ্রচার চালানোর অভিযোগে আনোয়ার হোসেন (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটির ছাপিলা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটির ছাপিলা পাড়ার সুলতান উদ্দীনের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বার্তা২৪.কম-কে বলেন, সোমবার (১৬ মার্চ) রাতে আনোয়ার তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করে- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা পাননি। এরপর আজ মঙ্গলবার সকালে আরও একটি স্ট্যাটাস দিয়ে বলেন হাসপাতালে চিকিৎসা না পেয়ে ওই আক্রান্ত রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
ওসি আরও বলেন, সত্যিকার অর্থে এটি একটি মিথ্যা প্রচারণা ছিল। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।