‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে থানার সামনে গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু।
তিনি বলেন, ‘আমরা করোনাভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি স্বল্প পরিসরে পালন করছি। বাঙালি জাতির কর্ণধার এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যার জন্ম না হলে বাংলাদেশের পতাকার জন্ম হতো না। আমরা জাতির পিতার নিকট চির ঋণী।’
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ১ টাকা মূল্যের টিস্যু মাস্ক সকল পুলিশ সদস্য ও সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ, পরিদর্শক (অপারেশন্স) জিয়াউল ইসলাম, পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্মল দাস, পরিদর্শক ফজলুল হকসহ পুলিশ সদস্যরা।