ঝিনাইদহে আবারো বেড়েছে সব ধরনের চালের দাম। খুচরা পর্যায়ে প্রকারভেদে চালের মূল্যে বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা।
বুধবার (১৮ মার্চ) দুপুরে শহরের নতুন হাটখোলা, তহবাজার, পুরাতন হাটখোলা, আরাপপুরসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, মোটা চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৩৫ টাকা, মাঝারি চিকন চাল কেজি প্রতি ৪ টাকা বেড়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মিনিকেট চাল কেজি প্রতি ৩ টাকা বেড়ে ৫২ টাকা এবং বাসমতি ৫২ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দফায় দফায় চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো।
সাদিমুল ইসলাম নামের এক রিকশা চালক জানান, আমরা খেটে খাওয়া মানুষ। অল্প আয় করি। সারাদিন রিকশা চালিয়ে যায় আয় করি তাকে সংসার কোনমতো চলে। দফায় দফায় যদি এভাবে চালের দাম বাড়ে তাহলে আমরা কিভাবে সংসার চালাব।
ব্যবসায়ীরা বলছেন, নিযন্ত্রণের ব্যবস্থা না নিলে দাম আরো বাড়ার সম্ভবনা রয়েছে। রাশেদ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ধানের দাম বৃদ্ধির অজুহাতে মিলাররা চালের দাম বাড়িয়ে দিয়েছে। মিলে চাউল কিনতে গেলে ঠিকমত সরবরাহ করছে না তারা।
এ ব্যাপারে জেলা মার্কেটিং অফিসার গোলাম মারুফ খান বলেন, চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। ব্যবসায়ী ও মিলারদের সাথে নিয়মিত বৈঠক করা হচ্ছে। আশা করছি অস্বাভাবিকভাবে চালের দাম বাড়বে না। জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মাঝে মাঝে মনিটরিং করছি।