কুমিল্লায় সঙ্গরোধ না মানায় প্রবাসীকে জরিমানা

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-30 07:14:38

কুমিল্লার লাকসামে সঙ্গরোধের (হোম কোয়ারেন্টিন) নির্দেশনা অমান্য করায় এক ইতালি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সঙ্গরোধের (হোম কোয়ারেন্টিন) জন্য বাড়িতে তালা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম। বিকেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম।

জানা যায়, ইতালি প্রবাসী দম্পতি ২ সন্তানকে নিয়ে বাড়ি ফিরে একদিন সঙ্গরোধে (হোম কোয়ারেন্টিন) ছিলেন। বুধবার তারা এই নির্দেশনা অমান্য করে বাইরে স্বাভাবিক চলাফেরা শুরু করেন। খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি গিয়ে সঙ্গরোধের (হোম কোয়ারেন্টিন) নির্দেশনা মানার অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। নির্দেশনা না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও একেএম সাইফুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে সঙ্গরোধের (হোম কোয়ারেন্টিন) জন্য বাড়িতে তালা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই সময় ওই প্রবাসীর পরিবার সঙ্গরোধে (হোম কোয়ারেন্টিন) থাকার অঙ্গীকার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

এ সম্পর্কিত আরও খবর