ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টিন) না থাকায় এক দুবাই প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলার লক্ষীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গত ১০ মার্চ ওই প্রবাসী দুবাই থেকে দেশে আসেন। ১১ মার্চ তিনি নিজ বাড়ি মাইজভাগে আসেন। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাকে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টিন) থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ অমান্য করে ওই প্রবাসী এলাকায় অবাধে চলাফেরা করছিলেন। বুধবার বিকালে লক্ষীগঞ্জ বাজারে ঘুরাফেরা করার সময় তাকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন অর্থদণ্ড দেওয়ার পর বিদেশ ফেরত ওই ব্যক্তিকে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টিন) থাকার নির্দেশ দেওয়া হয়েছে।