শ্রীমঙ্গল ভ্রমণে নিষেধাজ্ঞা

মৌলভীবাজার, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার | 2023-09-01 05:50:50

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। অন্যদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখার পাশাপাশি সকল ধরনের কোচিং সেন্টার ও বাসা বাড়িতে ব্যাচ করে পড়ানোও বন্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানে দেশি ও বিদেশি পর্যটকগনের সমাগম ঘটে। তাই উদ্ভূত পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত উপজেলার সকল হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউজে পর্যটকদের বুকিং না নেয়ার নির্দেশ দেয়া হল। এছাড়া আগাম দেয়া বুকিংগুলোও বাতিল করার কথা বলা হয়েছে। সেই সাথে পর্যটকদের ভ্রমণে প্রবলভাবে নিরুৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. সাজ্জাদুর রহমান জানান, মঙ্গলবার (১৮ মার্চ) পর্যন্ত ৪১ জন প্রবাসীকে তাদের নিজেদের বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ডুবাই, কাতার, বাহরাইন, ইতালি ও আমেরিকা প্রবাসীরা।

আগত প্রবাসীরা এখন পর্যন্ত সবাই ভালো আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর