বরগুনায় অভিযান চালিয়ে জেএমবি’র দাওয়াতি শাখার দুই সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশাল র্যাব-৮।
আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার আমতলী গ্রামের মো. আবু সালেহ (৪৫) ও খাজুরতলা গ্রামের মো. ইউসুফ মিরাজ (৩২)।
বুধবার (১৮ মার্চ) রাতে বরিশাল র্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বরগুনা সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই জেএমবি’র দাওয়াতি শাখার দুই সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দুইজনই শীর্ষ জেএমবি সদস্য মো. সুলতান নাসির উদ্দিনসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে।
সংগঠনের সদস্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকে।
বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো।
আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।