রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার আউলিয়ানগরস্থ বাজারে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে পানাহার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু এ সময়ের মধ্যেই পুরো বাজারটি পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোর অধিকাংশই ছিল চায়ের এবং মুদির দোকান। কয়েকটি দোকান গ্যাস সিলিন্ডার বিক্রি হতো। আর বাকি সব দোকানেই গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হতো। এতে আগুনের তীব্রতা বাড়তি ছিল।
আগুনে প্রায় ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানিয়েছেন, পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। আগুনে আনুমানিক ৫০টির মতো দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।