করোনায় গোপালগঞ্জে স্নানোৎসব ও মহা-বারুনী মেলা স্থগিত

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-30 07:23:11

করোনার প্রাদুর্ভাব রোধে গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ স্নানোৎসব ও মহাবারুনী মেলা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী ইমদাদুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিভিল সার্জন ডাঃ নেওয়াজ মোহাম্মাদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুইশ' বছর ধরে দলিত হিন্দু সম্প্রদায়ের ত্রাণকর্তা হিসেবে খ্যাত হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে স্নানোৎসব ও মহা-বারুণী মেলা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় ২১ ও ২২ মার্চ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে অনুষ্ঠিতব্য মেলা স্থগিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর