যশোরে সঙ্গরোধে ৬৭ জন

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-27 03:44:59

যশোরে ৬৭ জনকে বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। এদের প্রত্যেকের পরিবারের কেউ না কেউ বিদেশফেরত।

সঙ্গরোধে রাখা লোকেদের মধ্যে যশোর সদরে ১২ জন, চৌগাছায় ৯ জন, অভয়নগরে ৮ জন, ঝিকরগাছায় ৯ জন, কেশবপুরে ২ জন, মণিরামপুরে ১২ জন এবং শার্শা উপজেলায় ১৫ জন রয়েছেন।

শুধু বাঘারপাড়া উপজেলায় এখনো কোনো করোনা আক্রান্ত সন্দেহভাজন পাওয়া যায়নি। তবে সঙ্গরোধে রাখা লোকেদের মধ্যে এখনো কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বার্তা২৪.কমকে জানান, বিদেশফেরতদের সরকারি নিদের্শনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আতঙ্কিত না হয়ে, সচেতন হতে হবে। যশোরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক, সেবিকা ও অন্যান্য কর্মচারীসহ পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট প্রস্তুত রাখা হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে সাড়ে চারশ’ বেড।

এ সম্পর্কিত আরও খবর