মূল্যবৃদ্ধি: গাজীপুরে ৮ দোকানিকে জরিমানা

, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-28 18:21:29

গাজীপুরের কাপাসিয়ায় বাড়তি দামে পণ্য বিক্রি করায় ৮টি দোকানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাপাসিয়া ও রাওনাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা।

বার্তা২৪.কমকে তিনি বলেন, গতকালও পেঁয়াজ ৪০ টাকা কেজি ছিল। অথচ আজ এসব দোকানিরা ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিলেন। এ ছাড়াও চালসহ সব ধরনের পণ্য বেশি দামে বিক্রি করছিলেন তারা। অভিযানের খবর পেয়ে দোকানপাট বন্ধ করে চালের দোকানিরা পালিয়ে গেছেন। ৮০ হাজার টাকার মধ্যে কাপাসিয়া বাজারের পেঁয়াজের আড়তদার বেলালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ছোটখাটো দোকানিরা কম দোষী। দাম বাড়ছে মূলত মজুতদারদের কারণে। এই সংকটকালীন সময়ে যারাই দ্রব্যমূল্য বাড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করবে তাদের প্রত্যেককে জেল-জরিমানা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর