টাঙ্গাইলে যৌন পল্লী শাটডাউন

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-09-01 00:08:36

টাঙ্গাইলে যৌন পল্লী শাটডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহত্তর টাঙ্গাইলের যৌন পল্লী শুক্রবার (২০ মার্চ) রাত সাতটা থেকে ৩১ মার্চ পর্যন্ত শাটডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 
 
শুক্রবার (২০ মার্চ) রাতে শহরের কান্দাপাড়া যৌন পল্লীতে প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজির ৫০০ বস্তা চাল বিতরনের সময় এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশে বলা হয় ৩১ মার্চের মধ্যে কোনো যৌনকর্মী বাইরে যেতে বা কোন খদ্দের বা বাইরের কেউ যৌন পল্লীতে প্রবেশ করতে পারবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এই সময়ে যৌন কর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। 
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর

right arrow