পুলিশের তদারকিতে কমেছে পেঁয়াজের দাম

মৌলভীবাজার, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার | 2023-08-31 23:52:01

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেলে পুলিশের নজরদারিতে খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে।


শুক্রবার (২০ মার্চ) সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের সেন্ট্রাল রোডের পাইকারি ও নতুন বাজারের খুচরা বাজারে মনিটরিংয়ে নামে।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান হ্যান্ডমাইক হাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করতে ব্যবসাযীদের আহ্বান জানান।

এরপর থেকে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ৪৫ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৩৮ টাকায় বিক্রি হতে দেখা যায়। যা গতকাল বেড়ে বিক্রি হচ্ছিল দেশি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ৬০ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায়।

তবে রসুনের দাম অপরিবর্ততিত রয়েছে। দেশি রসুন প্রতিকেজি ১২০ টাকা, চায়না রসুন প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আদা প্রতিকেজি ১১০ টাকা থেকে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বাজারে মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়।

বৃহস্পতিবার ৭০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ একদিনে কমে ৪০ টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর