কক্সবাজারের রামুতে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। লোকালয়ে প্রবেশ আসতে গিয়ে দুর্ঘটনায় পড়ে হাতিটির মৃত্যু হয় বলে দাবি করেছে প্রশাসন।
বৈদ্যুতিক শক দিয়ে হাতিটি হত্যার অভিযোগকে ‘গুঞ্জন’ জানিয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বার্তা ২৪.কমকে বলেন, কিছুক্ষণ আগে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে শক দিয়ে হত্যার কোন ঘটনা ঘটেনি। কারণ ওই এলাকায় বিদ্যুৎ নেই- এটা গুঞ্জন।
চিকিৎসকরা হাতিটি দেখছেন জানিয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থলে পাহাড় থেকে পড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। তাই প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ এটা হতে পারে।