বঙ্গবন্ধুর ছবি ছেঁড়ার মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-30 07:23:08

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ছেঁড়া ও বাড়ি ভাঙচুরের দুইটি পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে ওই ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত অপর ৩ জন হলেন- একই উপজেলার শ্রীরামকান্দি গ্রামের জুয়েল শরীফ, শফিক ও জামাল খা।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ তার লোকজন শ্রীরামকান্দি গ্রামের হানিফ খার বাড়ি ভাঙচুর করে। পরবর্তীতে তারা হানিফ খার ছেলেদের উপর চড়াও হলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তা এলাকায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের কাছে বিচার চাইতে যান। এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন তার দলবল নিয়ে সেখানে হামলা করে। এসময় ১৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেনের অফিসের কাছে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারেও হামলা চালায় ছাত্রলীগ নেতা। সেখানে বঙ্গবন্ধুর বেশ কয়েকটি ছবি ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই ইকবাল হোসেন শেখ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ ১১ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৭।

এর আগে, একই উপজেলার শ্রীরামকান্দি গ্রামের হানিফ খা তার বাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ ৮ জনের নামে টুঙ্গিপাড়া থানায় অপর আরেকটি মামলা করেন। মামলা নং-০৬।

এ দু’টি পৃথক মামলায় পুলিশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ ৪ জনকে গ্রেফতার করে।

বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর মামলার বাদী ইকবাল হোসেন শেখ বলেন, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে খোকন দলবল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নির্মিত মুজিব কর্নারে প্রদর্শিত বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে। এ সময় সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ আহত হন । এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছি ।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ জানিয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ শেখ বাবুল হোসেন খোকন ১৫/১৬ জন লোক নিয়ে এসে বঙ্গবন্ধু কর্নারের ছবি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় তিনি আহত হন বলেও জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তদের নামে পৃথক দু’টি মামলা হয়েছে। এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর