গোপালগঞ্জে পণ্যের বাড়তি দাম রাখায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-29 21:36:02

করোনাভাইরাসকে পুঁজি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে স্থানীয় ঘাঘর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স লোকনাথ ট্রেডার্স ১০ হাজার টাকা, মেসার্স অন্নপূর্ণা ভান্ডারকে ১০হাজার টাকা, মেসার্স মা কালী ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স মা বানিজ্য ভান্ডারকে ১০ হাজার টাকা, কোটালীপাড়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, জীম ট্রেডার্সকে ১০ হাজার টাকা, আলামিন স্টোরকে ৮ হাজার টাকা ও সাখাওয়াত স্টোরকে ৮ হাজার টাকা, মোট ৭১ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছে। এদের মধ্যে ৮টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭১ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর