নিয়ম না মেনে ছবি তোলায় ফটো সাংবাদিক সঙ্গরোধে

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-31 02:40:21

গাজীপুরের কাপাসিয়ায় নিয়ম ভঙ্গ করে ছবি তোলায় এক ফটো সাংবাদিককে ১৪ দিনের সঙ্গরোধে পাঠানো হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত পৌনে ১০টায় বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

ইউএনও বার্তা২৪.কম-কে বলেন, ‘আজ বিকেল ৫টার দিকে ক্যামেরা হাতে কাপাসিয়া ইউনিয়নের পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন ওই সাংবাদিক। হাসপাতালের ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্য ক্যামেরা দেখে হয়তো ভয় পেয়ে তাকে ঢুকতে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ সাত ইতালি প্রবাসীর সংস্পর্শে যাওয়ায় ওই সাংবাদিককেও একই সঙ্গরোধে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।’

গত ১৫ ও ১৬ মার্চ শরীরে লক্ষণীয় মাত্রায় জ্বর থাকায় পূবাইলের মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সঙ্গরোধ থেকে আটজনকে দুই দফায় উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল। যাদের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ১৮ মার্চ মধ্যরাতে অন্য সাত প্রবাসীকে পুনরায় পাবুর ওই স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়।

এ সম্পর্কিত আরও খবর