ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় দুলাল (৪০) নামের এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (২১ মার্চ) রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটা ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত রাকিব নামে এক যাত্রী জানায়, চট্টগ্রাম হতে ভোলাগামী শাহী পরিবহনের একটি বাস মহাসড়কে উঠেই বেপরোয়া গতিতে চালতে শুরু করে। চালককে অনেকবার নিষেধ করলেও তিনি কারও কথা শুনেন নি। এক পর্যায়ে ফেনীর লেমুয়ায় এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।
আহতরা হলেন- জামাল উদ্দীন (৩২), নাসির হোসেন (৪৫), হৃদয় (৩০), শাহ আলম (৩৭), হাফিজের রহমান (৩৮), মো. সাইফ উদ্দিন (২২), নুর নবী (৩২), সুমী (২৪), আসমা (২৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেনীর মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক আবদুল মালেক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বাসটি ফেনী জেনারেল হাসপাতালে পাওয়া গেলেও বাসের চালককে পাওয়া যায়নি।